সিসি নিউজ: যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলামীর নায়েবে আমির কুখ্যাত রাজাকার মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় আগামী দু-এক দিনের মধ্যে হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
শুক্রবার উপজেলার মিঠানালা রামদয়াল বহুমুখী উচ্চবিদ্যালয়ে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আরও বলেন, মিরসরাইসহ দেশকে কলঙ্কমুক্ত করতে যুদ্ধাপরাধীদের বিচার কাজ চলছে। আগামী দুই-এক দিনের মধ্যে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় হবে।
প্রসঙ্গত, যুদ্ধাপরাধের অভিযোগের মামলায় মাওলানা দেলোওয়ার হোসাইন সাঈদীকে মুত্যুদণ্ডাদেশ আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে আসামিপক্ষ। আপিল শুনানি ও যুক্তিতর্ক শেষে এখন রায়ের অপেক্ষায় আছে আপিল আবেদন। আরনিউজ