প্রযুক্তি ডেস্ক: সৃষ্টির আদিকাল থেকে চোখের রক্ষাকারী হিসেবে চশমা ব্যবহার হয়ে আসছে। বর্তমানে এর সঙ্গে হয়েছে ফ্যাশনের অনুষঙ্গ। এবার চশমা শুধু সৌন্দর্য নয়, প্রকাশ করবে অনুভূতিও। সম্প্রতি জাপানের একদল গবেষক এই যুগান্তকারী কাজটিতে সফলতা পেয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
গবেষকরা জানিয়েছেন, গুগলের স্মার্ট চশমার এই পরিবর্তিত রূপ কোনো কিছু বাস্তব দেখার পরিবর্তে ভূয়া অনুভূতি প্রকাশ করতে সক্ষম। যেমন, হাত নাড়লে চোখ পিটপিট করা দেখাবে, হ্যান্ডশেক করলে চোখ বন্ধ করা দেখাবে, আর মাথা দোলালে বিস্মিত হওয়া দেখাবে। তাই ঘুমিয়ে থেকেও জেগে থাকার ভান করাটা এখন শুধু চশমার ব্যাপার।
তারা জানান, চশমাটির সঙ্গে স্মার্টফোনের ব্লু টুথের কানেকশন রয়েছে। এর সঙ্গে একটি ক্যামেরা সংযুক্ত রয়েছে। আরও আছে গ্যারোমিটার ও এক্সিলাোমিটার নামের দুটি সেন্সর। যেগুলো ব্যবহারকারীর অনুভূতিকে প্রকাশে সাহায্য করবে।
হিরোতাকা ওসাস নামের এক গবেষক বলেন, এ চশমায় একটি বিশেষ ধরণের লেন্স থাকায় এটি ব্যবহারকারীদের সব অনুভূতিকে লুকিয়ে রাখবে। এমনকি কাজের সময় চশমাটি বিভিন্ন মানসিক প্রতিক্রিয়া প্রকাশ করবে বলেও জানান তিনি।