কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে কম্পিউটারে অশ্লীল ছবি ইন্টারনেটে ছাড়ার অভিযোগে পুলিশ ১ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছেন। থানা সূত্রে জানা যায়, দিনাজপুরের কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের বারোপাটিয়া গ্রামের মোঃ হান্নানের কলেজ পড়ুয়া কন্যার (১৭) কম্পিউটারে অশ্লীল ছবি ধারন করার অভিযোগে কন্যার পিতা হান্নান বাদী হয়ে কাহারোল থানায় ৪ জনকে আসামী করে গত বৃহস্পতিবার মামলা দায়ের করলে পুলিশ একই ইউনিয়নের দাউদপুর গ্রামের মোঃ মোস্তফার ছেলে মোঃ ফিরোজ মিয়া (২০) কে ঐ রাতেই গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। এ ব্যাপারে কাহারোল থানায় ২০১২ সালের পনোগ্রাফি নিয়ন্ত্রন আইনের ৮(২)(৩) ধারা মতে মামলা রেকর্ড করা হয়েছে।