সিসি নিউজ: জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল বলেছেন,সরকার প্রতিহিংসা চরিতার্থ করতেই জামায়াতের শীর্ষ নেতাদের জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যার ষড়যন্ত্র করছে। এর অংশ হিসাবেই আব্দুল কাদের মোল্লাকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। একই ধারাবাহিকতায় জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী ও বিশ্ববরেণ্য মোফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকেও হত্যার ষড়যন্ত্র চলছে।
শনিবার রাজধানীতে ঢাকা মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, সচেতন জনতা বরেণ্য জাতীয় নেতাদের হত্যাকাণ্ড কখনোই মেনে নেবে না। নিজামী ও সাঈদীর বিচারিক হত্যাকাণ্ডের যড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলতে জনতার প্রতি আহবান জানান তিনি।
সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগরীর সহকারী সেক্রেটারি মোবারক হোসাইন,মিরপুর পশ্চিম থানা আমীর মাহফুজুর রহমান,পল্লবী থানা আমীর আব্দুস সালাম,রূপনগর আমীর আব্দুল্লাহ আল মাহমুদ, প্রমুখ।