নীলফামারী প্রতিনিধি: দরিদ্র ও হতদরিদ্র পরিবারের সুযোগ সুবিধা ও অধিকার শীর্ষক এ্যাডভোকেসি কর্মশালা শনিবার নীলফামারী সদরের কুচাকাটা ইউনিয়নের ইউএসটি হলরুমে অনুষ্ঠিত হয়।
উদয়াঙ্কুর সেবা সংস্থা(ইউএসটি) নীলফামারী আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাবেত আলী।
ইউএসটি আঞ্চলিক ম্যানেজার মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় কচুকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, খুটামারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল হক, নারী নেত্রী রাহিয়া বেগম বক্তব্য রাখেন।
সরকারী, বেসরকারী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার ৬০জন অংশ গ্রহণ করেন কর্মশালায়।