নীলফামারীর প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় মিনি আক্তার (১২) নামের পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে তার বাড়ির পাশের একটি ভূট্টা ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মিনি ডিমলা উপজেলার বালাপাড়া গ্রামের নিচ সুন্দরখাতা গ্রামের মৃত. আব্বাস আলীর মেয়ে এবং নিচ সুন্দরখাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
মিনির পারিবারিক সূত্র জানায়, মা বাড়িতে না থাকায় শুক্রবার রাতে নানী লতিফুলের সাথে ঘুমিয়েছিলো মিনি। গভীর রাতে মিনিকে বিছানায় দেখতে না পেয়ে পরিবারের অন্যান্য সদস্যদের খবর দেন তার নানী। পরে এলাকাবাসীর সহযোগীতায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোজাখুজি করে তাকে খুজে পায়নি। আজ শনিবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে তার লাশ দেখতে পেলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য রিপন (১৭) নামের এক যুবককে থানায় ডেকে নেয়া হয়েছে। রিপন একই এলাকার ফজিবর রহমানের ছেলে বলে জানান তিনি।