ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুমন ইসলাম(১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষে আহত হয়েছেন আরও দুই জন।
আজ রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার মাদ্রাসা পাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত সুমন পৌরসভার বড়রাউতা গ্রামের বাবুল ইসলামের ছেলে। আহতরা হলেন সুজন ইসলাম ও সোহান ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুল ইসলামের দখলে থাকা চাঁন মিয়ার জমিতে বাঁশ কাটতে যায় চাঁন মিয়া। এ সময় বাবুল ইসলামের পরিবারের লোকজন বাঁশ কাটতে বাঁধা দিলে তাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে চাঁন মিয়ার ছেলে দুই ছেলে সুমন ইসলাম ও সুজন ইসলাম এবং বাবুল ইসলামের ছেলে সোয়ান আহত হয়। এদের মধ্যে সুমনকে মূর্মষ অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় সে। অপর দিকে সুজন ও সোয়ানকে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কফিল উদ্দিন জানান, নিহতের ঘটনা শুনেছি। তবে দুপুর তিনটা পর্যন্ত লাশ আমাদের কাছে এসে পৌঁছায়নি এবং কোন পক্ষের অভিযোগও পায়নি।