ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট সীমান্তে বিএসএফের গুলিতে আহত গরু ব্যবসায়ী শামসুল হক (৩২) মারা গেছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।গত শুক্রবার ভোরে বিএসএফ সদস্যদের গুলিতে আহত তিনি হন।
শামসুল হক ফুলবাড়ী উপজেলার ছিট করলা গ্রামের কেছমত আলীর ছেলে। ৪৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে শামসুল হক বালারহাট সীমান্তের ৯৩১ নং আন্তর্জাতিক পিলারের কাছে নো-ম্যানস্ ল্যান্ড থেকে গরু আনতে যান। এসময় ভারতের বাসকোটাল ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে শামসুল হক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন শামসুল হককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রবিবার সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।