সাহিত্য ডেস্ক: বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী এবি সিদ্দিকের অপহরণ নিয়ে গত দুই দিন ধরে সরব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। উদ্ধারের পর থেকেই নানারকম গুঞ্জন বেগবান হচ্ছে। ঘটনার পক্ষে-বিপক্ষে মন্তব্য ছুড়ছেন ফেসবুক ব্যবহারকারীরা। কারও কারও স্ট্যাটাসে রসিকতাও ছিল।
এ দলে ছিলেন টিভি উপস্থাপক আব্দুন নুর তুষার, সাংবাদিক জাফর ওয়াজেদ, সাহিত্যিক অদিতি ফাল্গুনীর মতো আরও অনেকে। কেউবা কেটেছেন টিপ্পনি। কেউবা লিখেছেন ছড়া।
এক্ষেত্রে সাংবাদিক জাফর ওয়াজেদের ছড়াটি এখন দাপিয়ে বেড়াচ্ছে গোটা ফেসবুক মহলে। তিনি লিখেছেন, ‘সিদ্দিক সিদ্দিক ডাক পাড়ি, সিদ্দিক গেছে সতিন বাড়ি, ওরে সিদ্দিক ফিরে আয়, বেলা যে তোর বহে যায়।’
গতকাল থেকে জাফর ওয়াজেদের এ ছড়াটি হাইলাইট হচ্ছে ফেসবুক ব্যবহারকারীদের মাঝে। শেয়ার হচ্ছে অগুনিতক হারে। কেউবা আবার এ ছড়াকে ছড়িয়ে দিচ্ছেন টুইটার ও ব্লগের মতো অন্যান্য মাধ্যমে।