সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ডাকাতের প্রহারে এক ইউপি সদস্য আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের আমবাগান নামক স্থানে। আহত রশিদুল ইসলাম (৪০) ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য।
খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল চৌধুরী সিসি নিউজকে জানান, শনিবার রাত দেড়টার দিকে ইউপি সদস্য রশিদুল ইসলাম তারাগঞ্জ বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান (আলুর আড়ৎ) থেকে ডিসকভার মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে প্রায় ৪শ’ গজ দূরে আমবাগান নামক স্থানে ডাকাতের একটি দল তার গতিরোধ করে মটরসাইকেলটি নিয়ে যায়। ঘটনার পরপরই গ্রামবাসী সড়কের পাশেই বটগাছের সাথে হাত বাঁধা অচেতন অবস্থায় ইউপি সদস্যকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। ডাকাতের প্রহারে ইউপি সদস্যের একটি চোখ মারাত্মক জখম হয়েছে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদার রহমান সিসি নিউজকে জানান, খবর পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।