বিনোদন ডেস্ক : খাদ্যে ভেজাল না থাকলে এবং নিয়মিত পরিমাণে খা্ওয়া হলে শরীর সব সময় নিজের আয়ত্বের মধ্যে থাকে। শোবিজ তারকা মিলি ম্যাকিনটশ প্রমাণ করেছেন যে,স্বাস্থ্যসম্মত খাদ্যের বদৌলতেই তিনি এরকম আঁটেসাটো বিকিনিতে এতটা মানানসই।
দ্বিতীয় সপ্তাহোন্তের মিউজিক ফেস্টিভ্যালে যোগদানের পূর্বে মিলি ও তার স্বামী প্রফেসর গ্রীনকে নিয়ে সুইমিং পুলে ঝাঁপান।
একটা নয়, এক দিনে মিলি দুটি বিকিনি পরেছেন।দুটি বিকিনি পরেই মিলি পৃথকভাবে দুবার লাস্যময়ী ভঙ্গিতে তার মেদহীন শরীরের সৌন্দর্য্য উপস্থাপন করেছেন। -সূত্র ডেইলি মিরর