কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামের এক গাঁজা ব্যবসায়ীকে ছয় মাসের দন্ড দিয়েছে ভ্রাম্মমান আদালত। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, রোববার বিকেলে ভুট্টা ক্ষেতের ভিতরে গাঁজা বিক্রি করার সময় মফছার আলীর পুত্র আলতাফ হোসেনকে রংপুর র্যাব-১৩ এর একটি দল অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ আটক করে থানায় দেয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান গাঁজা ব্যবসায়ী আলতাফ হোসেনকে ছয় মাসের কারাদন্ড প্রদান করে।