জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় পিকআপ ভ্যানের চাকায় পৃষ্ট হয়ে সদানন্দ রায় (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সে উপজেলার কাঠালী ইউনিয়নের দক্ষিন দেশীবাই গ্রামের বাতাসু রায়ের ছেলে।
পুলিশ ও প্রত্যদর্শীরা জানায়, সোমবার সকালে ডোমার উপজেলার চিলাহাটি থেকে ছেড়ে আসা রংপুরগামী সুপারী বোঝাই একটি পিকআপ ভ্যান (রংপুর-ন ১১-০৪২৯) জলঢাকার সাইডনালা বাজারে সদানন্দ রায় কে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপটিসহ এর চালককে আটক করা হয়েছে এবং একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।