ঢাকা: চেক ডিসঅনার ও আদালতে হাজির না হওয়ায় ডেসটিনি গ্রুপের প্রধান সমন্বয়ক আশরাফুল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ পরোয়ানা জারি করেন। গোল্ডেন হ্যান্ডসেকের মাধ্যমে দৈনিক ডেসটিনি পত্রিকার ১০২ জন সাংবাদিক কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুতদের পাওনা পরিশোধের জন্য ৬৪ লাখ ৯৫ হাজার ৭৫৮ টাকার একটি চেক প্রদান করে প্রতিষ্ঠানটি। কিন্তু চেকটি গত বছরের ২৬ আগস্ট ব্যাংকে জমা দিলে তা ডিসঅনার হয়। এ কারণে পত্রিকাটির সাব এডিটর নূরে আলম নোমান সালমান গত বছরের ১০ অক্টোবর এ মামলাটি দায়ের করেছিলেন।
এ মামলায় আশরাফুল আমিন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।