সিসি নিউজ: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১৪ জন।
সোমবার রাত ৯টায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের উপকণ্ঠে আওয়ামী লীগ সমর্থিত নাসির বাহিনী ও বিএনপি সমর্থিত জিসান বাহিনীর মধ্যে রাত সোয়া ১১টায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত বন্দুকযুদ্ধ চলছিল। গুলিদ্ধিদের মধ্যে শিমুল (১৪) নামে স্থানীয় প্রতাপগঞ্জ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। চন্দ্রগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল মিয়া দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ ও গুলিবিদ্ধ আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র:বাংলা নিউজ।