ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) পদ ২য় শ্রেণি থেকে ১ম শ্রেণি (নন ক্যাডার) এবং সার্জেন্ট পদ ৩য় শ্রেণি থেকে ২য় শ্রেণির পদমর্যাদায় উন্নীত করা হয়েছে।
ফলে জেসিও পদবিধারীরা দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে আর সার্জেন্ট পদবিধারীরা তৃতিয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হবেন।
জেসিও এবং সার্জেন্টদের এই উন্নীতকরণে শুধুমাত্র পদমর্যাদা এবং বেতন কাঠামো পরিবর্তিত হবে ।
এছাড়া সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো অনুযায়ী সকল প্রশাসনিক, অপারেশনাল এবং বিভিন্ন দায়িত্ব-কর্তব্য পালনের বিদ্যমান নিয়মাবলী অপরিবর্তিত ও চলমান থাকবে । সূত্র: রাইজিংবিডি