• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

সংস্কৃতি মন্ত্রীকে ফুল দেয়া নিয়ে হাতাহাতি

Nurনওগাঁ প্রতিনিধি: নওগাঁর ঐতিহাসিক বৌদ্ধবিহার পাহাড়পুরে সংষ্কৃতি বিষয়ক মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে।
জানা গেছে, জেলার বদলগাছি উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বগুড়ার মহাস্থানগড় থেকে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শনে আসেন বিকেল ৩টার দিকে। এ সময় তাকে অভ্যর্থনা জানানোর সময় ফুলেল শুভেচ্ছা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে বৌদ্ধবিহারের সীমানা প্রাচীরের বাইরে উভয় পরে মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। বিহারের বাহিরে নির্মিত একটি মঞ্চের চেয়ার টেবিল ভাঙচুর করে উভয় পরে উত্তেজিত কর্মী সমর্থকরা। এ সময় মন্ত্রী গেষ্ট হাউজে অবস্থান করছিলেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
পরিস্থিতি শান্ত হবার পর তিনি দনি এশিয়া পর্যটন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কয়েকটি উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করেন। এ প্রকল্পের প্রাথমিক পর্যায়ে ব্যয় ধরা হয়ছে ৯ কোটি ৮০ লাখ টাকা। কর্মকান্ড সমূহের মধ্যে রয়েছে বৃরোপন, বাউন্ডারী ওয়াল, ওয়াক ওয়ে, পিকনিক সেড, টয়লেট, বাস-কার পার্কিং, ডরমেটরি, অনসার সেড, মসজিদ, এনট্রি কমপ্লেক্সসহ প্রয়োজনীয় সৌন্দর্য বর্ধক উন্নয়ন। পাহাড়পুর বৌদ্ধবিহারে প্রথমে মন্ত্রী ওই প্রকল্পর আওতায় আনুষ্ঠানিকভাবে আনসার সেডের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসব উন্নয়ন কর্মকান্ড এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। এরপর সন্ধ্যায় মন্ত্রী শিল্পকলা একাডেমি অয়োজিত ‘সোমপুর কথন’ নামে একটি প্রত্ননাটক উপভোগ করন।
এ উপলে বিহার প্রাঙ্গনে প্রত্নতত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিম উদ্দিন তরফদার, সংসদ সদস্য ইসরাফিল আলম, সংস্কৃতি বিষয়ক সচিব ড. রনজিৎ কুমার বিশ্বাস, নওগাঁর জেলা প্রশাসক এনামুল হক, জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান, পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টডিয়ান মাহবুব উল হক, দক্ষিণ এশিয়া পর্যটন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) আবু বকর সিদ্দিক প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান শেখ হাসিনার সরকার নানামূখী উন্নয়ন কর্মকান্ড হাতে নিয়েছেন এবং এই পাহাড়পুর বৌদ্ধবিহারকে পর্যটকদের কাছে আকর্ষনীয় করে গড়ে তুলতে সকল কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ