নিউজ ডেস্ক: অবশেষে বিয়ে করলেন রানী মুখার্জি। পাত্র আর কেউ নন, সেই আদিত্যচোপড়া। এবার তাদের চার হাত এক হলো। সোমবার রাতে ইতালিতে ঘরোয়া অনুষ্ঠানেগোপনীয়তার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তারা। শোনা যাচ্ছে, মুম্বাইতে ফিরেহবে বিয়ের রিসেপশন। সেখানেই আমন্ত্রণ জানানো হবে গোটা বলিউডকে। সংবাদমাধ্যমথেকে দূরে থাকতেই বিদেশে হলো এ বিয়ের অনুষ্ঠান।ইয়াস-রাজ ফিল্মথেকে সরবরাহ করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে বলতেচাই, রানী মুখার্জি ২১ এপ্রিল রাতে ইতালিতে বিয়ে করেছেন। এই বিয়েরঅনুষ্ঠানটি ছিল খুবই সাদামাটা। এতে তার পরিবারের সদস্যরা ও ঘনিষ্ঠ বন্ধুরাউপস্থিত ছিলেন।’ এই বাঙালি ললনা বলিউডের অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলোকুচ কুচ হোতা হে, ব্ল্যাক, নো ওয়ান কিলড জেসিকাপ্রভৃতি। অন্যদিকে রানীর স্বামী আদিত্য চোপড়া বলিউডের সর্বকালের সেরা হিট সিনেমাদিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-এর নির্মাতার ইয়াস রাজ-এর ছেলে।গতবছর থেকেই শোনা যাচ্ছিল এই বছরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তারা। মনেকরা হচ্ছিল ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডের দিন হতে চলেছে বিয়ে। অবশেষেএপ্রিলে ফুটল বিয়ের ফুল।এর আগে বহুবার এসেছে রানী, আদিত্যের বিয়েরখবর। কিন্তু প্রতিবারই সেই খবর ভুয়া প্রমাণিত হয়েছে। কেমন হবেবহুপ্রতীক্ষিত এই বিয়ে? তা নিয়েও ছিল বহু জল্পনা। অবশেষে সবকিছুর অবসানঘটিয়ে এল সেই দিন। বিয়ে করলেন আলোচিত এ জুটি।