দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি মনোবিজ্ঞান তত্বীয় প্রথমপত্রের পরীক্ষায় অসদুপায় অলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ওই পরীক্ষায় ৮৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক খ ম রফিকুল ইসলাম জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে শিক্ষাবোর্ডের অধীনে গাইবান্ধা জেলায় ৩ ও ঠাকুরগাঁও জেলায় ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রী মোছাঃ তুহিনা খাতুন, একই কলেজের ছাত্রী মোছাঃ সালমা জাহান, বোনারপাড়া মহিলা কলেজের ছাত্রী মৌসুমী আখতার, ঠাকুরগাঁও জেলার হরিপুর মহিলা কলেজের ছাত্রী মোছাঃ পারুল আকতার ও মোসলেম উদ্দীন কলেজের ছাত্র মোঃ দেলোয়ার হোসেন। এছাড়া ওই পরীক্ষায় ৮৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।