রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আত্মীয় বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের চেষ্টা করে গণধোলাইয়ের শিকার হয়েছেন রাজিবপুরের কোদালকাটী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আ‘লীগ নেতা আসমত আলী। তিনি ওই বাড়ির এক মহিলাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। মহিলার আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে গণধোলাই দেয়। ঘটনাটি ঘটে রৌমারী উপজেলার উত্তরপাড়া গ্রামে গত শনিবার গভীর রাতে। জানা গেছে, ওই শিক শনিবার রৌমারী উত্তরপাড়া গ্রামে বেড়াতে আসেন। রাতে খাওয়া দাওয়ার পর বাড়ির সবাই ঘুমাতে যায়। প্রকৃতির ডাকে সারা দেয়ার জন্য মহিলা বাইরে বের হলে আচমকা ঘর থেকে বের হয়ে মহিলাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। পরে আশপাশের লোকজন উপস্থিত হয়ে গণধোলাইয়ের পর তাকে ছেড়ে দেয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।