রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৬ লাখ টাকা হলেই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী নিয়োগ হয়। টাকা না হলে আলাপ নেই। ফলে যোগ্য ব্যক্তিরা বাদ পড়ছেন। আর টাকা আছে যাদের তারাই হচ্ছেন চাকরীর মালিক। এমনই অবস্থা চলছে রৌমারীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী নিয়োগে।
বিষয়টি নিয়ে অভিভাবক ও ম্যানেজিং কমিটির লোকজন শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার ৫ ইউনিয়নের ১৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ নিয়োগ বাণিজ্য চলছে। তার মধ্যে সোনাপুর, বকবান্দা, কোমরভাঙ্গি, গয়টাপাড়া, চরবামনের চর, মির্জাপাড়া, তিনতেলী, যাদুরচর নতুন গ্রাম, খেওয়ার চর, দাঁতভাঙ্গা বেগম মজিদা, ঝগড়ার চর, চাক্তাবাড়ী ও বাইটকামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী নিয়োগে ব্যাপক অনিয়ম চলছে। এ নিয়োগ বাণিজ্যে উপজেলা শিক্ষা অফিসারের যোগসাজসে ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক মিলে এ দুর্নীতি করছেন।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান জানান, ৬ লাখ টাকা হলেই নিয়োগ হয় এ বিষয়ে আমি কিছুই জানিনা এবং আমি কোন অভিযোগও পাইনি।