যশোর: যশোরে অভয়নগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী সাইফুল ইসলাম শিকারী (৩২) এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার ভৈরব নদের তীরে শংকর পাশা শ্মশানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম শিকারী তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে হত্যা-ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুটি গুলি উদ্ধার করে।
অভয়নগর থানার ওসি খবির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সাইফুলকে শংকর পাশা থেকে আটক করা হয়। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে পুলিশ শংকর পাশা শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকায় অবস্থান নেওয়া তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে সাইফুলের লাশ উদ্ধার করা হয়।
তার বাড়ি শংকর পাশা গ্রামে। বাবার নাম মোহন শিকারী।