সিসি নিউজ: নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে চমকপ্রদ ফলাফল করেছে সেন্ট পল কিন্ডারগার্টেন। সম্প্রতি প্রকাশিত ওই ফলাফলে সৈয়দপুর উপজেলায় প্রথম স্থান অধিকার কিন্ডারগার্টেনটি। অনুষ্ঠিত পরীক্ষায় ওই কিন্ডারগার্টেন হতে ২৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এদের মধ্যে ১৩ জন ট্যালেন্টপুলে ও ৭ জন সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে। এক প্রতিক্রিয়া সেন্ট পল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক কোয়েলিয়া বিশ্বাস তমা বলেন, প্রতিষ্ঠান পরিচালনা পরিষদ, শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় ওই ফলাফল করা সম্ভব হয়েছে। প্রতিষ্ঠান সভাপতি তিমথী বিশ্বাস বলেন, বৃত্তি পরীার ফলাফলে আমরা আনন্দিত। আগামীতে যেকোন পরীক্ষায় আমাদের সাফল্য অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ, গতবছর ওই বৃত্তি পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অধিকার করেছিল সেন্ট পল কিন্ডারগার্টেন।