পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পূর্ব ঘোষিত আল্টিমেটামের মধ্যে দাবি মেনে না নেওয়ায় পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষুব্ধ শ্রমিকরা বুধবার দুপুর ১২টা থেকে খনির প্রশাসনিক ভবনের গেটে অবস্থান নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছে।
জানা গেছে, গত রোববার দুপুরে সমাবেশের মাধ্যমে নতুন জনবল কাঠামো বাতিল করে পুরাতন জনবল কাঠামো পুনর্বহালের দাবি জানিয়ে আল্টিমেটাম ঘোষনা করে খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ওয়াজেদ আলী। এ সময় তারা খনি কর্তৃপকে একটি স্মারকলিপিও প্রদান করে। এসময়ের মধ্যে দাবি মেনে না নেওয়ায় গতকাল দুপুর ১২টা থেকে খনির প্রশাসনিক ভবনের গেটে কয়েকশত শ্রমিক অবস্থান নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছে। এর ফলে খনি স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) আমিনুজ্জামান খনির প্রশাসনিক ভবনের ভিতরে ৩০/৩৫ জন কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ থাকার কথা স্বীকার করে মোবাইল ফোনে জানান-শ্রমিকদের দাবি সম্পূর্ণ অযৌক্তিক। বর্তমানে তিনি ঢাকায় রয়েছেন। আজ বুধবার খনিতে এসে শ্রমিকদের সাথে আলোচনায় বসে তা বোঝানোর চেষ্টা করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন জনবল কাঠামোতে শ্রমিকদের বাদ পড়ার কোন আশংকা নেই।