• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:১০ অপরাহ্ন |
শিরোনাম :

বিশ্বকাপের সাত হাজার বল পেল বাংলাদেশ

1398256816.খেলাধুলা ডেস্ক: ব্রাজিল বিশ্বকাপ মাঠে গড়াবে ১২ জুন। বেশ আগেই বিশ্বকাপের অফিসিয়াল বল ‘এডিডাস ব্রাজুকা’ এর লোগো উন্মোচন হয়েছে। বিশ্বকাপের আগে বাজারে বেশ কাটতি রয়েছে ব্রাজুকার। এক একটি ব্রাজুকার দাম সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত রয়েছে। ফিফার সদস্য হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও অনুদান হিসেবে ব্রাজুকা পেয়েছে। তবে সেটার অঙ্ক নেহায়েত কম নয়। ৭ হাজার ‘এডিডাস ব্রাজুকা’ বল অনুদান হিসেবে বুধবার ফিফা প্রতিনিধিদের কাছ থেকে গ্রহণ করেছে বাফুফে।

ফিফার দেয়া ফুটবলসমূহ হস্তান্তর, ঢাকায় আর্টিফিসিয়েল টার্ফ স্থাপন ও ফুটবলের ডেভেলপমেন্ট সম্পর্কে আলোচনার লক্ষ্যে ফিফা ডেভেলপমেন্ট অফিসার ড. শাজি প্রভাকরণ ও ফিফা টেকনিক্যাল অফিসার ভিনসেন্ট সুর্ব্রামানিয়াম ঢাকায় এসেছেন। এ উপলক্ষে বুধবার দুপুরে বাফুফে ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং ফিফা ডেভেলপমেন্ট অফিসার ড. শাজি প্রভাকরণ। ফিফা ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় আর্টিফিসিয়াল টার্ফ স্থাপনের লক্ষ্যে সকাল ১০টায় শাজি প্রভাকরণ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম পরিদর্শন করেন।

সংবাদ সম্মেলন শেষে বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিনের কাছে ফিফার দেয়া ৭ হাজার ফুটবল (ব্রাজুকা এডিডাস ফুটবল) হস্তান্তর করেন। সংবাদ সম্মেলন শেষে বিকেলে বাংলাদেশের মহিলা ফুটবলের উন্নয়নের লক্ষ্যে বাফুফে মহিলা ফুটবল কমিটির সাথে ড. শাজি প্রভাকরণ এক সভায় মিলিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ