ঢাকা: একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে দুই বছরের জন্য তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য সকল প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হলো।
সেলিনা হোসেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, ড. মুহম্মদ এনামুল হক স্বর্ণপদক, ফিলিপস সাহিত্য পুরস্কার, রবীন্দ্র স্মৃতি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ আব্দুল আহাদের স্থলাভিষিক্ত হলেন সেলিনা হোসেন।