• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে বস্তি-ভাসমান লোক গনণাকারীদের প্রশিক্ষণ

OLYMPUS DIGITAL CAMERAসিসি নিউজ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিসংখ্যান বুরোর অধিনে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় সারাদেশে বস্তি শুমারি ও ভাসমান লোকগণনা ২০১৪ এর কাজ আগামী ২৫ এপ্রিল শুরু হবে। ২৫ এপ্রিল হতে ২ মে আট দিন ব্যাপী চলবে এই জরিপের কাজ। সেই লক্ষ্যে মঙ্গল ও বুধবার গণনাকারীদের সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত প্রশিন দেয়া হয়। সৈয়দপুর উপজেলার পৌরসভার বস্তি শুমারি ও ভাসমান লোক গণনার প্রশিক্ষনে উপজেলা পরিষদ পরিসংখ্যান অফিস কক্ষ ও স্থানীয় শহীদ জিয়া শিশু নিকেতন স্কুলে মোট ৩৮ জন গণনাকারী অংশগ্রহন করেন। আজ বুধবার প্রশিক্ষন শেষে গণনাকারীদের হতে জরিপের প্রশ্নপত্রের বই বিতরণ করা হয়। বই বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসের জোনাল অফিসার মো আরশাদ আলী, উপজেলা পরিসংখ্যান অফিসের জেএমসি মেহের কুমার রায় ও উপজেলা পরিসংখ্যান অফিসের রেজিষ্টার জাহাঙ্গীর আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ