সিসি নিউজ: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীসহ আটক রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার পোড়ারহাট ও চওড়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় জামায়াত। সন্ধ্যায় পৃথক ওই এলাকা থেকে মিছিলটি বের হয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রহসনের বিচারের মাধ্যমে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যই জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিং মিশনে নেমেছে অবৈধ সরকার। তারা অবিলম্বে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ আটক সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির আহবান জানান।