হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় ৬টি পিস্তলের তাজাগুলি, ৩টি কাচের বোতলে গান পাউডার জাতিয় পদার্থ, ২টি জাল ১০০০টাকার নোট এবং ভারতীয় ২টি মোবাইলের সিম (এয়ারটেল,আইডিয়াল) উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), হিলি বাসুদেবপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব পণ্য গুলো আটক করে।এব্যপারে বিজিবির সদস্যরা কাউকে আটক করতে পারেনি।
বিজিবি’র হিলি বাসুদেবপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার আব্দুল জব্বার জানান, আজ বুধবার সকাল ৭টার দিকে এক দল চোরাকারবারি সীমান্ত অতিক্রম করে জব্দকৃত পন্য গুলো রাজধানী ঢাকা সহ সারাদেশে নাশকতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে হাকিমপুর উপজেলার জাংগই গ্রামের রাস্তার গলিতে পলিথিনে মোড়ান অবস্থায় এগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। পরে বোতলের দ্রব্য গুলো পরীক্ষার জন্য জয়পুরহাট র্যাব ক্যাম্পে নেওয়া হয়। বাসুদেবপুর ক্যাম্পের বিশেষ টহল দলের কমান্ডার নায়েক আব্দুল হান্নান উক্ত পন্যগুলো উদ্ধারের নেতৃত্ব দেয়। এ ব্যাপারে জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন অধিনায়কের নিকট জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করেন।