ঢাকা : নির্বাচন কমিশন ২৭ মে মঙ্গলবার দেশের ৪৪টি জেলার ৯৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এসব ইউপিতে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ ওয়ার্ডের শূন্য ঘোষিত পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন স্বাক্ষরিত একটি চিঠি সংশ্লিষ্ট এলাকার জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।