প্রযুক্তি ডেস্ক: সম্প্রতি কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন মার্কিন গবেষকরা। মেঘের মধ্যে থাকা কণাগুলোকে লেজারের মাধ্যমে উদ্দীপ্ত করে বজ্রপাত ও ঝড়-বৃষ্টি তৈরি করতে পারবেন বলেই গবেষকেরা দাবি করেছেন।
ডেইলি মেইলের এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের কলেজ অব অপটিকস অ্যান্ড ফোটোনিকস ও অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মেঘের ওপর উচ্চশক্তির লেজার রশ্মি ফেলে বৃষ্টি নামানোর পদ্ধতি নিয়ে কাজ করছেন। নেচার ফোটোনিকস সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ।
গবেষকেরা জানিয়েছেন, মেঘের মধ্যে থাকা স্থির চার্জিত কণাগুলোর সঙ্গে পানির ঘনত্ব ও বজ্রপাতের সম্পর্ক রয়েছে। বিশেষ লেজার রশ্মি দিয়ে এই কণা উদ্দীপ্ত করা হলে বৃষ্টি নামানো সম্ভব।
ভবিষ্যতে যখন কৃত্রিম বৃষ্টি নামানোর প্রয়োজন হবে তখন এ পদ্ধতিটি ব্যবহার করা যাবে বলে আশাবাদী গবেষকেরা। এ ছাড়াও দীর্ঘ-দূরত্ব পাড়ি দিতে পারে এমন সেন্সর ও রাসায়নিক পরীক্ষায় এই পদ্ধতি কাজে লাগানো যাবে বলেও দাবি করেছেন তাঁরা।