সিসি নিউজ: আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আমরা জানতাম মানুষের মাথায় মগজ থাকে। কিন্তু বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মাথায় মগজের পরিবর্তে গরুর গোবর রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা: মিলন মিলনায়তনে স্বাচিপ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য বলেন।
হানিফ বলেন, পানির জন্য বিএনপির আজ দরদ উঠেছে। যখন তারা ক্ষমতায় ছিল তখন তাদের নেত্রীর ভারতে গিয়েছিল রাষ্ট্রীয় সফরে। এজেন্ডায় থাকা সত্ত্বেও পানি নিয়ে কোনো আলোচনা করেনি। অথচ তিনি বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, পানি নিয়ে আলোচনা করতে ভুলে গেছেন তিনি।
‘বিএনপির লংমার্চের ফলে তিস্তায় পানি এসেছে’ মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, ‘আপনাদের লংমার্চের ফলে যদি পানি এসে থাকে তাহলে ভালো। আপনারা যুগ যুগ ধরে লংমার্চ করুন। জনগণের স্বার্থের এজেন্ডা নিয়ে আন্দোলন করুন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।