নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নীলফামারী জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী এক সাথী শিক্ষা শিবির অনুষ্টিত হয়েছে। শুক্রবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা জামায়াত অফিসে অনুষ্টিত শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মিজানুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় পাঠাগার ও ফাউন্ডেশন সম্পাদক সাইদুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগরী শিবিরের সভাপতি আল আমিন হাসান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক আবু হেলাল, নীলফামারী সদর জামায়াতের আমীর অধ্যাপক খায়রুল আনাম, শিবিরের জেলা সেক্রেটারী তৌহিদুর রহমান, জেলা প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, অফিস সম্পাদক হারুনার রশিদ, নীলফামারী শহর শাখার সভাপতি সিদ্দিকুর রহমান বিপ্লব,কিশোরগঞ্জ উপজেলা শিবিরের সেক্রেটারী শিব্বির আহম্মেদ প্রমূখ।