নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় মোটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আল-আমীন নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এক রাউন্ড রাবার বুলেট নিপে করে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সন্ধা ছয়টার দিকে ডিমলা শহীদ মিনার চত্বরে মোবাইল কোর্টের মাধ্যমে যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই চলছিলো। এসময় পুলিশ কয়েকটি মোটরসাইকেল আটক করে। আটককৃত একটি মোটরসাইকেলের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উত্তম কুমারের মোটরসাইকেল আটক করায় ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। বাকবিতন্ডার এক পর্যায়ে নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে আল-আমীন নামের এক পুলিশ সদস্য আহত হন। পরে এক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে পুলিশ সদস্যদের ধাক্কাধাক্কি শুরু করলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেন। এসময় এক পুলিশ সদস্য আহত হবার কথা জানান তিনি।
তবে ছাত্রলীগ সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় বলেন, পুলিশ সদস্যরা আমার মোটরসাইকেল আটক করলে উপস্থিত ছাত্রলীগ কর্মীরা কিছুটা উত্তেজিত হয়। তবে কোন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি।