নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে চিকিৎসকের অবহেলায় প্রসুতির মৃত্য, নবজাতক সন্তানের ভবিষৎ অনির্শ্চিত ঘটনাটি ঘটেছে নাগেশ্বরীর উত্তরন ক্লিনিকে। উপজেলার পৌরসভার মালভাঙ্গা গ্রামের আঃ ছামাদের স্ত্রী হামিদা বেগম(২৬)কে সিজারিয়ান অপারেশনের জন্য বৃহস্পতিবার উত্তরন কিনিকে নিয়ে আসলে ডাঃ উপেন্দ্র নাথ শীল তার বারিতে বিয়ের আয়োজন থাকায় তরি ঘরি করে অপারেশনের কাজ শেষ করে চলে আসে। এসময় প্রসুতির অতিরিক্ত রক্তরন হলে সেখানে ডাক্তার না থাকায় তার অভিভাবকগন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপার শুরু হয়েছে। এব্যাপারে কিনিক পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান আমি গত ৩দিন থেকে কিনিকে না যাওয়ায় সেখানে কিঘটেছে তা আমার জানা নেই। এলাকাবাসীর অভিযোগ ওই কিনিকে দীর্ঘদিন থেকে একের পর এক রোগির মৃত্যু ঘটলেও কর্তৃপরে নজর নেই। নবজাতক সন্তানটিকে নিয়ে মহাবিপদে পরেছে তার পরিবার।