বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত করা হয়েছে। শনিবার কমিউনিটি কিনিক প্রকল্পের উদ্যোগে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় হাসপাতাল ক্যাম্পাস থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পাস ও ঢাকা-পঞ্চগড় মহাসড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে হাসপাতাল ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আবাশিক মেডিকেল অফিসার ডা.সোহরাব হেসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাংসদ মোঃ আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা.আসিফ আনোয়ার, আলহাজ্ব ডা.মোঃ নজরুল ইসলাম, বীরগঞ্জ প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, অন লাইন পত্রিকা বীরগঞ্জ প্রতিদিন সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য পরিদর্শক মোঃ ফজলুর রহমান, সহস্বাস্থ্য পরিদর্শক জাকির হোসেন মাসুদ প্রমুখ। প্রধান অতিথি সাবেক সাংসদ মোঃ আমিনুল ইসলাম বলেন জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মনে করেন সুস্থ জাতী উন্নয়নের চাবিকাঠি তাই তিনি দরিদ্র মানুষ বিনামুল্যে সেবা প্রদানের জন্য প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন।