দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নওয়াপাড়া গ্রামের একটি মাদকের আঁখড়ায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান রওশন আলীসহ (৪৭) পাঁচ জনকে আটক করেছে পুলিশ। এ সময় সেখান থেকে বিদেশি মদ ও ইয়াবা জব্দ করা হয়।
জানা গেছে, শুক্রবার ভোরে ডিবির ওসি রেদওয়ানুর রহিম ও উপ-পরিদর্শক বজলুর রশীদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকের আঁখড়া ঘেরাও করে। এ সময় মাদক সেবন ও কেনা-বেঁচা চলছিল।
সেখান থেকে গোলাপগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রওশন আলী, বিরামপুরের খানপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান ফিজু (৩৩) ও বাড়ির মালিক শফিকুল ইসলামসহ পাঁচ জনকে আটক করে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে সাত বোতল বিদেশি মদ, ইয়াবা ট্যাবলেট ও দুটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে হাকিমপুর থানায় মামলা করা হয়েছে। শুক্রবার বিকেলে আটকদের আদালতে পাঠানো হয়েছে।