গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামে গণপিটুনিতে তিন চোর নিহত হয়েছেন। প্রত্যেকেই অজ্ঞাত পরিচয় বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সকাল পৌনে ৯টায় পুলিশ জানায়, বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামে মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় তিন চোর জনতার হাতে আটক হয়। এরপর জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়।
জনতার প্রতিরোধের কারণে লাশ উদ্ধার সম্ভব হচ্ছে না। পুলিশ তিন চোরের মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদের বাংলানিউজকে জানান, তিন চোর গণপিটুনিতে নিহত হয়েছে। লাশ উদ্ধারের চেষ্টা চলছে।
উৎসঃ বাংলানিউজটোয়েন্টিফোর