সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে শুক্রবার থেকে শুরু হয়েছে বৈশাখী ক্রিকেট টুর্ণামেন্ট। বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ সৈয়দপুর শাখা আয়োজিত শহরের ফাইভ স্টার মাঠে ওই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আমেনা কোহিনুর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের সভাপতি জরজিস হোসেন, আমিনুল ইসলাম, আকবর হোসেন প্রমুখ। উদ্বোধনী ম্যাচে বাঁশবাড়ি স্পোটিং ক্লাব মুখোমুখি হয় নতুন বাবুপাড়ার ইসান স্ট্রাইকার’র সাথে। এ ম্যাচে ইসান স্ট্রাইকার জয়ী হয়।
উল্লেখ্য যে, বৈশাখী ক্রিকেট টুর্ণামেন্টে সৈয়দপুর শহরের ৩২টি ক্রিকেট দল অংশ নিচ্ছে।