নীলফামারী প্রতিনিধি: “অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বিষয়ে মিথষ্ক্রিয়া এবং সামাজিক কূপম-ুকতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম” শীর্ষক কর্মসূচীর আওতায় তিন দিন ব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে নীলফামারীতে। সোমবার দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটরিয়ামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকীর হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এ.এম. রফিকুন্নবীর সভাপতিত্বে আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী। এছাড়াও সাবেক উপ-সচিব বীর মুক্তিযোদ্ধা এ.একে.এম.আমিনুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক কামরুন্নাহার,জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নূরন্নহার বেগম, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সুলতান আলী শাহ্,জেলা সম্মিলিত সাংস্কৃিতক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল বক্তব্য রাখেন।
গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগীতায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস আয়োজিত তিন দিন ব্যাপী চলচ্চিত্র উৎসবে “এসো শান্তির পথে, বুমেরাং, অর্ধেক আকাশ, বন্দে মায়া লাগাইছে, জোৎস্নায় ভরা মন, একটি ফুলকে বাঁচাবো বলে এবং আগুনের পরশমনি প্রামান্য চলচিত্র প্রদর্শণ করা হয়।
জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী জানান, মঙ্গলবার আদর্শ উচ্চ বিদ্যালয়ে ও বুধবার ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে চলচিত্র প্রদশর্নীর মধ্য দিয়ে শেষ হবে তিনদিন ব্যাপী এ উৎসব।