সিসি নিউজ: নীলফামারী জেলা জজ আদালতের প্রবীন আইনজীবি আব্দুল ওয়াহেদ বেগ (৫৫) হ্নদরোগে আক্রান্ত হয়ে আদালত চত্বরে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্ন ইলাইহে রাজিউন)। সোমবার সকালে আদালত চত্বরে এই আইনজীবির হঠাৎ মৃত্যুতে সব আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ হয়ে যায়। আইনজীবি সহ আদালতের সকল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। নিহত আইনজীবির বাড়ী সৈয়দপুর উপজেলার ফায়ার সার্ভিস সড়কের নতুন বাবুপাড়ায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্যক আত্মীয় স্বজন রেখে গেছেন। দ্বিতীয় দফা জানাযা শেষে বাদ এশা তাকে তার গ্রামের বাড়ী দিনাজপুর জেলার চিনিরবন্দর উপজেলার গছাহার গ্রামে দাফন করা হবে।