
সিসি নিউজ: সিরাজগঞ্জের এনায়েতপুরের যমুনা চরাঞ্চলে সুটিং শেষে হোটেলে ফেরার পথে শহীদুজ্জামান সেলিম ও সহকর্মীদের বহনকারী গাড়ি গতিরোধ করে ল্যাপটপ, মোবাইল ও নগদ টাকা ছিনতাই করেছে একদল ডাকাত। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের জামাত মোড়ে এ ঘটনা ঘটে।
নাট্যঅভিনেতা শহীদুজ্জজামান সেলিম জানায়, রাত সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের চৌহালীর স্থল ইউনিয়নের নাঙ্গলমোড়া চড়ে টেলিফিল্মের শুটিং শেষে এনায়েতপুর স্পা বাঁধ থেকে সিএনজি অটোরিক্সাযোগে বেলকুচির ডাক বাংলোয় ফেরার পথে ওঁৎ পেতে থাকা ৭/৮ জনের একদল ডাকাত গাছের গুড়ি ফেলে তাদের গতিরোধ করে। এসময় ডাকাতরা রামদা, কিরিচসহ দেশীয় অস্ত্র নিয়ে তার কাছে থাকা ল্যাপটপ, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।