নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা টেঙ্গনমারী বাজারে গ্রেফতার হওয়ার পর ওমর ফারুক (৪৫) নামের এক জামায়াত কর্মী পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে। ওমর ফারুক টেঙ্গনমারী কলেজের প্রভাষক ও জলঢাকা উপজেলার দক্ষিণ খুটামারা হাজী পাড়ার মৃত. কেতাব উদ্দিনের ছেলে। সে ৫ জানুয়ারীর দশম সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র ও ব্যালট পেপার পোড়ানো মামলার আসামী।
প্রত্যক্ষদর্শীরা জানান, জলঢাকা থানার উপ-পরিদর্শক কার্তিক মোহস্ত, ওবায়দুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বুধবার বিকেলে টেঙ্গনমারী বাজার থেকে ওমর ফারুককে গ্রেফতার করে। এসময় পুলিশের হাত থেকে সুকৌশলে পালিয়ে যায় সে। সাথে সাথে পুলিশ তাকে ধাওয়া করেও আর ধরতে পারেনি।
তবে গ্রেফতারের পর আসমী পালিয়ে যাবার কথা অস্বীকার করে জলঢাকা থানার উপ-পরিদর্শক কার্তিক মোহন্ত বলেন, আমরা তাকে ধরার জন্য তার কাছে গেলে আমাদের দেখে আসামী ওমর ফারুক পালিয়ে যায়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, ওমর ফারুক ভোট কেন্দ্র ও ব্যালট পেপার পোড়ানো মামলার আসামী। সে সহ অন্যান্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।