সিসি নিউজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৮টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info) ফলাফল পাওয়া যাবে। তবে সন্ধ্যা ৬টার পর যে কোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu এর পর স্পেস দিয়ে H1 লেখার পর Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফলাফল পাওয়া যাবে।
গত বছরের ২৬ সেপ্টেম্বর প্রথম বর্ষের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে ১৬ নভেম্বর শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় গত ২২ ফেব্রুয়ারি।
এ বছর সারা দেশের ৪১৬টি কলেজের সর্বমোট দুই লাখ ৭৯ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ১৬৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানিয়েছেন, তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার সাড়ে ৫ মাস পর এ ফলাফল প্রকাশ করা হলো।