দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে নির্মানাধীন রেলসেতুর শাটারিং ভেঙ্গে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত ও অপর ৮ শ্রমিক আহত হয়েছে। নিহত শ্রমিকের নাম মাসুদ রানা (৩২)। নিহত মাসুদ রানা জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রামের নূর ইসলামে ছেলে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায়, ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের অধীনে দিনাজপুর শহরের পশ্চিম পাশে অবস্থিত নির্মাণাধীন কাঞ্চন রেলব্রীজে ২০-২৫ শ্রমিক অবস্থান করছিল। এ সময় হঠাৎ ব্রীজের শাটারিং ভেঙ্গে শ্রমিকদের উপর পড়ে গেলে ঘটনাস্থলেই মাসুদ রানা নিহত ও মাহবুব, সাইদুল ইসলামসহ ৮ শ্রমিক গুরুতর আহত হয়। আহত শ্রমিকদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
অভিজ্ঞ জানিয়েছেন, ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন রেলব্রীজ নির্মানে নিম্নমানের রড সিমেন্ট ও অদ কারিগর দিয়ে ব্রীজ তৈরী করায় এই দূর্ঘটনা ঘটেছে।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন কাঞ্চন রেল ব্রীজের শাটারিং ভেঙ্গে শ্রমিক নিহতের সংবাদ নিশ্চিত করেছেন ।