পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুর মডেল থানা পুলিশ টহলরত অবস্থায় ডাকাতির চেষ্টাকালে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বাগবাড় বকশীগঞ্জ গ্রামে আব্দুল মালেক এর পুত্র সৈয়দ আলীকে (৩০) গ্রেফতার করেছে।
মডেল থানা সূত্র জানান, গত মঙ্গলবার রাতে পার্বতীপুর-বদরগঞ্জ রোডে টহলরত পুলিশ ভোর আনুমানিক ৪টার সময় ১৫-২০ জনের একদল ডাকাত উপজেলার মন্ডলপাড়ার সন্নিকটে রড সিমেন্ট দিয়ে তৈরী করা পিলারের মাধ্যমে রাস্তায় বেরিকেড দিয়ে ডাকাতির চেষ্ঠা করে। এসময় পুলিশের অবস্থান ট্রের পেয়ে অন্যান্য ডাকাতেরা পালিয়ে গেলেও সৈয়দ আলীকে গ্রেফতার করতে সম হন। ধৃত আসামীকে গতকাল বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।