অর্থ-বাণিজ্য ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন বলেছেন, কোন বাড়ি ভাড়ার টাকা ব্যাংকের মাধ্যমে প্রদান ছাড়া গ্রহণযোগ্য নয়। আগামীতে বাড়ি ভাড়ার টাকা ভাড়াটিয়ারা যাতে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেন, সেই ধরনের আইনি বাধ্যবাধকতার চিন্তা করা হচ্ছে। আর ব্যাংকের মাধ্যমে বাড়ি ভাড়া পরিশোধের সময় সরকারের প্রাপ্য করা কাটা হবে বলেও তিনি জানান।
বুধবার সেগুনবাগিচাস্থ রাজস্ব ভবনে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনোমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনা তিনি এ সব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনে সভাপতিত্বে এই প্রাক-বাজেট আলোচনায় আরও বক্তব্য দেন ইআরএফ সভাপতি সুলতান মো: বাদল, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান প্রমুখ।
f