দিনাজপুর প্রতিনিধি: সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে এশিয়ার বিখ্যাত টেরাকোটা মন্দির দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ মন্দির পরিদর্শন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় দিনাজপুর-১ আসানের সদস্য মনোরঞ্জন শীল গোপালসহ অন্যান্য নেতৃবৃন্দ তাঁর সাথে ছিলেন। এর আগে মন্ত্রী দিনাজপুর প্রেস ক্লাবে আসলে সাংবাদিক নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান।