ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আরো এক ব্যক্তি অপহৃত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অপহৃত এই ব্যক্তির নাম তৌহিদুর রহমান (৩৩)। তিনি সিদ্ধিরগঞ্জের কদমতলী উত্তরপাড়ার এখলাসুর রহমানের ছেলে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি (নম্বর ৫৩) হয়েছে আজ শুক্রবার দুপুরে।
থানার ওসি আব্দুল মতিন জিডির উদ্ধৃতি দিয়ে জানান, তৌহিদ ঢাকার মিরপুরে একটি বায়িং হাউজে চাকরি করতেন। গত ২৯ এপ্রিল সকালে তিনি মিরপুরের কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোনটাও বন্ধ পাওয়া যাচ্ছে। জিডির পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে বলে জানান আব্দুল মতিন।
এদিকে তার পরিবারের সদস্যদের দাবি, আব্দুল মতিনকে অপহরণ করা হয়েছে। কারণ তাদের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ চাওয়া হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে সৈয়দ সাইফুল ইসলাম (৩৫) নিখোঁজ রয়েছেন। সাইফুলের পরিবারও দাবি করেছেন তাকে অপহরণ করা হয়েছে। ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি রো হয়েছে তাদের কাছে। সাইফুল সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার সময় তাকে অপহরণ করা হয়।
এর আগে বুধ ও বৃহস্পতিবার শীতলক্ষ্যা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধর করা হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনের মৃতদেহ। এই সাতজন গত রোববার (২৭ এপ্রিল) অপহৃত হয়েছিলেন।