গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে ছাত্রলীগ নেতার বাড়ি পোড়ানো মামলায় আবু তাহের (৩০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী জানান আবু তাহের উপজেলার মহদীপুর ইউনিয়নের গাড়ানাটা গ্রামের ফয়জার রহমানের ছেলে।
পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) তয়ন কুমার জানান, গত বছরের ১২ ডিসেম্বর জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর দিনগত রাতে মহদীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সরকারের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।এতে ওই বাড়ির সবকটি রুমের সমস্ত আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়। আবু তাহের ওই মামলার এজাহারভুক্ত আসামি। সন্ধ্যায় শহরের মিতালী হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।